পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষদের বিরুদ্ধে ঘেরের বাসায় অগ্নিসংযোগ করে ক্ষতিসাধন ও স্কুল ছাত্রকে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার কাজীমুছা গ্রামের মৃত আইজুদ্দীন খাঁ’র ছেলে নুর ইসলাম খাঁ উপজেলার ভৈরবঘাটা মৌজার এসএ ১নং খতিয়ানের বিআরএস ১০৩ খতিয়ানের ৪২২, ৪২৮ ও ৪৩৩ দাগে ৩.২৫ একর এবং শামুকপোতা মৌজার ২০২/২৩৫ দাগে ১ একর সহ মোট ৪.২৫ একর জমি সরকারি রাজস্ব প্রদান সাপেক্ষে মৎস্য লীজ ঘের করার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। উক্ত মৎস্য লীজ ঘের ভৈরবঘাটা গ্রামের মৃত উজির গাজীর ছেলে কাশেম গাজী গং ও প্রতাপকাটী গ্রামের মৃত মফিজ সরদারের ছেলে মোমিন সরদার গংরা জবর দখলের চেষ্টা এবং হুমকি প্রদান করলে নূল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এমআর ১৭/২০২০ নং ১৪৪ ধারা মামলা করলে বিজ্ঞ আদালত ৩১/০৩/২০২১ ইং তারিখে বিবাদী দ্বয়কে নালিশী সম্পত্তিতে প্রবেশ বারিত করে আদেশ প্রদান করেন।
আদালতের এ নির্দেশনা উপেক্ষা করে প্রতিপক্ষরা জবর দখল করার পায়তারা অব্যাহত রাখে। যার অংশ হিসেবে মোমিন সরদার গং এর নেতৃত্বে প্রতিপক্ষরা ৩০ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মৎস্য লীজ ঘেরের বাসায় অনধিকার প্রবেশ করে ঘেরের বাসায় অবস্থানরত নূর ইসলামের স্কুল পড়ুয়া ছেলে রাফিক খাঁ’কে বেদম মারপিট করে গুরুতর আহত করে। এছাড়া তারা ঘেরের বাসায় অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করে। পরে লোকজন আহত স্কুল ছাত্র রাফিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ ঘটনায় নূর ইসলাম খাঁ বাদী হয়ে মোমিন সরদার, হারুন মোড়ল, মফিজ গাজী, টুটুল গাজী, খোকন সরদার, আরমান সরদার, খায়রুল গাজী, সাইদুর গাজী, জলিল গাজী ও মোমিন গাজীকে আসামী করে থানায় এজাহার দায়ের করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে থানার ওসি জিয়াউর রহমান জানিয়েছেন।
(1)