পাইকগাছায় চাচা-চাচীর বিরুদ্ধে ভাইপোর সংসার ভাঙ্গার অভিযোগ উঠেছে। চাচা-চাচীর কুপ্ররোচনায় পড়ে স্বামী সংসার ছেড়ে চলে গিয়েছেন এক সন্তানের জননী জুনি বেগম (৩০)। স্ত্রী চলে যাওয়ায় হতাশ হয়ে পড়েছে স্বামী মোমিন ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে পৌরসভার গোপালপুর এলাকায়। এ ঘটনায় মোমিনের মা মাজেদা বেগম থানায় অভিযোগ করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মৃত টুনু গোলদারের ছেলে মোমিন গোলদার বিগত ৮/১০ বছর পুর্বে যশোরের চৌগাছা উপজেলার রায় নগর গ্রামের জৈনক জুনি বেগমকে বিয়ে করে। বিয়ের পর থেকে জুনি বিভিন্ন সময়ে শ্বশুর বাড়ির কাউকে না জানিয়ে প্রায়’শ পিত্রালয়ে চলে যেত। এতে নিষেধ করলে সে বিভিন্ন সময়ে মামলা দিয়ে হয়রাণি করার হুমকি দিত। এদিকে মোমিনের চাচা নাসির গোলদার ও চাচী নূরজাহান সহ অনেকের কুপ্ররোচণায় পড়ে গত সোমবার স্বামী সহ পরিবারের কাউকে না জানিয়ে জুনি বেগম বিভিন্ন জিনিসপত্র নিয়ে শ্বশুর বাড়ী থেকে চলে যায় বলে মোমিনের মা মাজেদা বেগম জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(15)