পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় চিংড়ি ঘেরের বিরোধকে কেন্দ্র করে সবুজ মৎস্য খামারের ম্যানেজারকে মারপিট করার ঘটনায় থানায় মামলা হয়েছে।
পুলিশ একজনকে আটক করেছে। মামলা সূত্রে জানাগেছে, চিংড়ি ঘের জবর দখল চেষ্টায় ব্যর্থ হয়ে গদাইপুর গ্রামের সাহেব আলী সরদার ও তার লোকজন রোববার দুপুর ১২টার দিকে আলহাজ্ব ইসতিয়ার রহমান শুভ’র পরিচালিত সবুজ মৎস্য খামারের নোয়াল তলা মৌজার চিংড়ি ঘেরের ম্যানেজার আলহাজ্ব আব্দুল গফুর গাজীকে বেদম মারপিট করে গুরুতর জখম করে।
এ ঘটনায় আহত ম্যানেজার আব্দুল গফুর বাদী হয়ে গদাইপুর গ্রামের মৃত সাকাত সরদারের ছেলে সাহেব আলী সরদার, আইয়ুব আলী সরদার, সোহাগ সরদার, রাজু সরদার, ইলিয়াস সরদার, বারইডাঙ্গা গ্রামের আইয়ুব গাজী, বদর সরদার, শ্যামনগর গ্রামের গফুর সরদার, আনসার শিকদার, মজু সরদার, কাদের মল্লিক, ফসিয়ার শেখ, ও মোবারক ঢালী সহ ১৪ জনকে এজাহার নামীয় এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করে।
যার নং- ২০, তাং- ১৭/০১/২০২১ ইং। এ ঘটনায় মামলার আসামী কাদের মল্লিককে আটক করা হয়েছে বলে ওসি (তদন্ত) আশরাফুল আলম জানিয়েছেন।
(0)