থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে উপজেলার গড়ইখালী ইউনিয়নের হোগলারচক (কেকচিবুনিয়া) মৌজার প্রায় ৪শ বিঘার একটি চিংড়ীঘের নিয়ে গড়ইখালী গ্রামের কেসমত আলী গাইনের ছেলে বাবুল হোসেন ওরফে বাবু গাইনের সাথে বাসাখালী গ্রামের মৃত সিরাজ সানার ছেলে গনি সানা গংদের সাথে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার দখল-পাল্টা দখল, হামলা-মামলার ঘটনা ঘটেছে। সর্বশেষ রোববার বিকালে দখল ও কর্তৃত্ব নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মহিলাসহ দু’পক্ষের কমপক্ষে ২০ জন কমবেশি আহত হয়। আহতরা হল খোকন গাইনের স্ত্রী শাহিদা বেগম (৪৫), কামরুল গাইনের স্ত্রী পারুল বেগম (৩৮), বাবু গাইনের স্ত্রী শিল্পী বেগম (৩৫), মোস্তাকিন শেখের ছেলে রফিকুল শেখ (২৯), আতারুল গাইনের ছেলে জনি গাইন (২৪), গনি সানার স্ত্রী ইয়াসমিন আরা, মৃত সিরাজ সানার ছেলে গনি সানা (৫২), সবুর সানা (৩৬), নূর সাঈদ, মৃত মোজাহার সানার ছেলে হাকিম সানা (৫৫), সবুর সানার স্ত্রী আশা বেগম, মৃত নোবাত আলী সরদারের ছেলে লুৎফর রহমান (৫৫), রেজাউল সরদারের ছেলে শাহিদুর রহমান, হাকিম সানার স্ত্রী আয়শা বেগম, মৃত আমজেদ সরদারের ছেলে কামরুল সরদার, মৃত মাহতাব সরদারের ছেলে শহর আলী, রহিম সানার ছেলে ইসলাম সানা, আফসারের মেয়ে আবিরণ বেগম ও জাকির সানার মেয়ে মোহনা। উভয় পক্ষের আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আশঙ্খা জনক ১০ জনকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত এ ঘটনায় বাবু গাইনের স্ত্রী শিল্পী বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনকে আসামী করে গনি সানা গংদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এ ব্যাপারে থানার দায়িত্বে থাকা পুলিশের এসআই কাজী মাসুম জানান, ঘটনারপর শিল্পী বেগম বাদী হয়ে একটি মামলা রুজু করেছে। অপর পক্ষের এখনো কোন অভিযোগ পায়নি তবে বিষয়টি পুলিশ গুরুত্বের সাথে বিবেচনা করে খতিয়ে দেখছে।মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(9)