খুলনার পাইকগাছায় পদক বিতরণ ও জমকানো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে দৈনিক পাইকগাছা (অনলাইন) আয়োজিত প্রাক্তন ছাত্র-ছাত্রীদের “প্রজন্ম মিলন মেলা-২০১৫। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক কে আধুনিক পাইকগাছা-কয়রা গড়ার রূপকার পদক সহ বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। শুক্রবার সন্ধ্যায় পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রজন্ম মিলন মেলা উদযাপন কমিটির আহবায়ক এম এম আহসান উদ্দীন’র সভাপতিত্বে পদক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক, বিশেষ অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব খলিলুর রহমান কাগুজী, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ কবির উদ্দীন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আশরাফ হোসেন, লোনা পানি কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকতা ডঃ লতিফুল ইসলাম, বিজেআইটি’র ভাইস চেয়ারম্যান শামিম আহসান শেখ মনিরুল ইসলাম, অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, ডাঃ শেখ শহিদুল্লাহ, ডাঃ আহসানারা বিনতে ময়না, ডাঃ মশিউর রহমান মুকুল, ওসি পতœী রোমানা আফরোজ, ইউপি চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত, এস এম শামছুর রহমান, দাউদ শরীফ। সাংবাদিক আব্দুল আজিজ, ডাঃ অমৃকা সাহা নিপা ও শিক্ষার্থী বৈশাখী পশারী দ্রুতীর যৌথ পরিচালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক পাইকগাছার সম্পাদক ও প্রকাশক এন ইসলাম সাগর। বক্তব্য রাখেন, সাংবাদিক এস এম আলাউদ্দিন সোহাগ, জি এ গফুর, তৃপ্তি রঞ্জন সেন, প্রকাশ ঘোষ বিধান, কৃষ্ণ রায়, ইমদাদুল হক, আব্দুর রাজ্জাক বুলি, শফিউল ইসলাম, মিরাজুল ইসলাম, প্রভাষক শহিদুল ইসলাম, এস রোহতাব উদ্দিন, প্রকৌশলী মারুফ বিল্লাহ, আশরাফুল ইসলাম রাবু, আব্দুল্লাহ আল-মামুন সবুজ, রাশেদ ও রনি। পদক বিতরণ শেষে জমকানো সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী আরিফা আক্তার ঝিনুক, ক্ষুদে গান রাজ গৌরব ও ব্যান্ড শিল্পী অনি মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশন করে গভীর রাত পর্যন্ত উপস্থিত হাজারো দর্শককে মাতিয়ে রাখেন। এলাকাবাসী দৈনিক পাইকগাছার ব্যাতিক্রম এ অনুষ্ঠানকে সাধুবাদ জানান।