নির্বাচন কমিশন এখনো তফসীল ঘোষনা না করলেও আগামী মার্চে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এমন ঘোষনার প্রেক্ষিতে তৎপর হয়ে উঠেছে সম্ভাব্য চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা।
আসন্ন ইউপি নির্বাচনে উপজেলার ১০টি ইউনিয়ন থেকে ইতোমধ্যে অর্ধশত চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী প্রচারণায় নেমেছেন বলে জানাগেছে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী জানান, উপজেলায় ইতোপূর্বে ভোটার ছিল ১ লাখ ৯৪ হাজার ৩শ ৫১ এর সাথে সর্বশেষ হালনাগাদ তালিকায় যোগ হয়েছে ৯ হাজার ৫শ ৮জন নতুন ভোটার।
১নং হরিঢালী ইউনিয়নে মোট ভোটার ১৮,৩৯০ জন, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু, সরদার গোলাম মোস্তফা, নির্মল মজুমদার, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, শেখ সাদেক হোসন ও শেখ ইমামুল ইসলাম।
২নং কপিলমুনি ইউনিয়নের মোট ভোটার ২৬,২৭৪ জন, প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ডাবলু, সাবেক ইউপি সদস্য কওছার আলী জোয়াদ্দার, আনন্দ মোহন বিশ্বাস ও শেখ জামাল হোসেন।
৩নং লতার মোট ভোটার ৯,২৩৭ জন, প্রার্থী হলেন বর্তমান চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, সাবেক চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, ইউপি সদস্য লক্ষ্মীরানী গোলদার, সাবেক সদস্য চিত্তরঞ্জন মন্ডল, ইব্রাহিম গাজী, কুমারেশ মন্ডল ও প্রদীপ মহলদার।
৪নং দেলুটীর ভোটার ১২,৫০২ জন, প্রার্থী বর্তমান চেয়ারম্যান সমর কান্তি হালদার, সাবেক চেয়ারম্যান নির্মল মন্ডল, এ্যাডঃ পিযুষ কান্তি সরকার, রিপন মন্ডল ও দ্বিজেন মন্ডল।
৫নং সোলাদানার ভোটার ১৮,২০৭ জন, প্রার্থী বর্তমান চেয়ারম্যান এসএম এনামুল হক, সাবেক চেয়ারম্যান এসএম এ মাজেদ, কুমুদ রঞ্জন ঢালী, আব্দুল মান্নান গাজী, আবুল বাসার বাবুল সরদার, এ্যাডঃ শিবু প্রসাদ সরকার, গোলক চন্দ্র মন্ডল ও ভূবেনশ্বর।
৬নং লস্করের ভোটার ১৬,২৮১ জন, প্রার্থী বর্তমান চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, সাবেক চেয়ারম্যান আব্দুল করিম গাইন, আলহাজ্ব গোলাম মোস্তফা, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু ও আলহাজ্ব মুজিবর রহমান সানা।
৭নং গদাইপুরের ভোটার ১৬,৪৬৮জন, প্রার্থী বর্তমান চেয়ারম্যান কাজী আব্দুস সালাম বাচ্চু, পরিমল অধিকারী, গাজী নজরুল ইসলাম, গাজী জুনায়েদুর রহমান,শেখ সরোওহর্দি, শেখ জিয়াদুল ইসলাম ও শেখ আবুল কালাম আজাদ।
৮নং রাড়–লীর ভোটার ২২,৮১৭ জন, প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, মুনছুর আলী বিশ্বাস ও বিমল পাল ।
৯নং চাঁদখালীর ভোটার ৩১,৭৭৫ জন, প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী, সাবেক চেয়ারম্যান জোয়াদুর রসুল বাবু, এসএম আনিছুর রহমান ও জিএম ইকরামুল ইসলাম।
১০নং গড়ইখালীর ভোটার ১৮,৭২২ জন, প্রার্থীরা হলেন, বর্তমান চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল বন্ধন, জয়দ্রথ বাছাড় ও আনন্দ মন্ডল।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(130)