উল্লেখ্য যুদ্ধাপরাধ মামলায় মাওঃ মতিউর রহমান নিজামীর ফাঁসির আদেশ বহল রাখার প্রতিবাদে জামায়াতের পক্ষথেকে বৃহস্পতিবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল আহবান করে। এদিকে সকাল সন্ধ্যার এ হরতালে জনজীবনে কোন প্রভাব পড়েনি জামায়াত অধ্যুষিত জেলার গুরুত্বপূর্ণ এ উপজেলায়।
সকাল থেকেই স্থানীয় রুটসহ দূর পাল্লা যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে ব্যাংক বীমা প্রতিষ্ঠানের লেনদেন ছিল স্বাভাবিক। অপরদিকে হরতাল সমর্থনে জামায়াত শিবিরের কোন নেতাকর্মীকে রাজপথে মিছিল কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।
সাংবাদিক নাজনিন আক্তার তন্নীর ভাষায় অনেকটাই নথিপত্রে সিমাবদ্ধ রয়েছে জামায়াতের ডাকা হরতাল। এলাকার অধিকাংশ লোকই জানেন না বৃহস্পতিবারের হরতালের কথা।
এক কথায় সব কিছুই ছিল স্বাভাবিক, কোন ক্ষেত্রেই প্রভাব পড়েনি হরতালের। তবে পরিবহন চত্ত্বর, জিরো পয়েন্ট সহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন ছিল পুলিশ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(8)