পাইকগাছায় জামির হোসেন বিশ্বাস নামে এক জামায়াত নেতার বিরুদ্ধে লাখ লাখ টাকার বৃক্ষনিধন, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও সম্পত্তি জবর-দখল প্রচেষ্টার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ফাতেমা বেগম নামে এক গৃহবধু। শুক্রবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে গদাইপুর গ্রামের জিল্লুর সরদারের স্ত্রী ফাতেমা বেগম বলেন, তোকিয়া মৌজায় এসএ ৬৮ খতিয়ানে ৭৮/৮৬ দাগে ১.৪৫ একর সম্পত্তি স্বামী পরিবার দীর্ঘ দিন ভোগ দখল করে আসছে। উক্ত সম্পত্তি থেকে প্রতিপক্ষ জামায়াত নেতা জামিল বিশ্বাস গংরা গত ১৮/০৫/২০১২ সালে শতাধিক বিভিন্ন প্রজাতির মূল্য বান গাছ কেটে নেয়। এ ঘটনায় প্রতিপক্ষদের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়। যার নং সিআর ২৫১/১২। এ ছাড়াও প্রতিপক্ষদের অপতৎ পরাতর বিরুদ্ধে প্রতিকার চেয়ে স্থানীয় সংসদ সদস্য বরাবর আবেদন করা হয়। সর্বশেষ প্রতিপক্ষরা গত ২৪ নভেম্বর আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এ জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(11)