পাইকগাছায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে হামলা ও পাল্টা-পাল্টি মামলার ঘটনা ঘটেছে। জিন্নাত আলী গংরা একাধিক মামলা দিয়ে শাহামত আলী গংদের হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ নালিশী সম্পত্তি উপর ঘেরা-বেড়া দেয়ার কাজে বাঁধা প্রদান করায় শাহামত গংরা প্রতিপক্ষদের বিরুদ্ধে পাল্টা মামলা করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে উপজেলার মৌখালী গ্রামের মৃত জুম্মান আলী গাজী জীবিত অবস্থায় ১৬/৭৭-৭৮ নং বন্দোবস্ত দলিল মূলে মৌখালী মৌজায় ১.৩১ একর সম্পত্তি প্রাপ্ত হয়ে ভোগ দখলকার থাকেন। পতিমধ্যে বিগত ৬ বছর পূর্বে জুম্মান আলী মারা গেলে দু’ছেলে শাহামত গাজী ও রশিদ গাজী ভোগ দখল করে আসছেন। যা বর্তমান জরিপে জুম্মান আলীর নামে রেকর্ড ও হয়েছে। এদিকে পিতার মৃত্যুর পর প্রতিবেশি প্রতিপক্ষ মৃত নোবাত গাজীর ছেলে জিন্নাত আলী গাজী ও মৃত গোপাল গাজীর ছেলে লিয়াকত আলী গাজী গংরা নালিশী সম্পত্তি জোর পূর্বক জবর দখলের পায়তারায় লিপ্ত হয়। বার বার জবর দখলে ব্যার্থ হয়ে প্রতিবেশী রহমত গাজী সহ শাহামত গংদের বিরুদ্ধে একাধিক মামলাদিয়ে হয়রানি করে আসছে। ইতোমধ্যে আদালতে দায়ের করা সিআর ৪০০/২০১৪ ও দেঃ ১৭০/১৩ নং মামলায় থানা পুলিশ ও আইনজীবীরা তাদের তদন্ত প্রতিবেদনে জিন্নাত ও লিয়াকতের অভিযোগ অধিকাংশই ভিত্তিহিন এবং নালিশী সম্পত্তি শাহামত গংদের ভোগ দখলে রয়েছে বলে উল্লেখ করেছেন। সর্বশেষ গত ৩ নভেম্বর শাহামত গংরা নালিশী সম্পত্তির সিমানায় ঘেরা-বেড়া দিতে গেলে প্রতিপক্ষরা বাঁধাদিয়ে উল্টো রহমত গাজী সহ ৮ জনকে বিবাদী করে আদালতে মামলা করে। এ ঘটনায় রোববার শাহামত গাজী বাদী হয়ে প্রতিপক্ষ লিয়াকত গাজী সহ ৮ জনকে বিবাদী করে আদালতে পাল্টা মামলা করেছে। এব্যাপারে তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী শাহামত গংদের পরিবার।
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(15)