পাইকগাছায় জায়গা জমি নিয়ে সাবেক স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দিয়েছে। স্ত্রীর অংশের জমি দখল প্রচেষ্টার অভিযোগে স্ত্রী ফিরোজা বেগম প্রাক্তন স্বামী মোজাম গাজী গংদের বিরুদ্ধে আদালতে মামলা করেছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার সোলাদানা ইউনিয়নের বয়ারঝাপা গ্রামের ফজলু গাজীর ছেলে মোজাম গাজীর সাথে একই এলাকার আরশাদ গাজীর মেয়ে ফিরোজা বেগমের বিয়ে হয়। বিয়েরপর স্বামী-স্ত্রী হরিখালী মৌজায় ৪৭৬/৩৯ দাগে ১.০৮ একর জমি বন্দোবস্ত প্রাপ্ত হয়ে ভোগদখলে থাকে। পরবর্তীতে ভুলবোঝা-বুঝির কারণে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে এবং দু’জনই অন্যত্র বিয়ে করে পূণরায় ঘর সংসার শুরু করেন। বিচ্ছেদের পর বন্দোবস্ত কৃত সম্পত্তি থেকে ফিরোজা তার অংশ বুঝে নিয়ে ভোগদখলকার থাকেন। এদিকে ফিরোজার দখলে থাকা সম্পত্তি মোজাম তার দ্বিতীয় স্ত্রী শরিফাকে ব্যবহার করে জবর দখলের পায়তারা ও প্রচেষ্টা চালিয়ে আসছে। এঘটনায় ফিরোজা বেগম বাদী হয়ে মোজাম গাজী সহ ৭ জনকে বিবাদী করে নিষেধাজ্ঞা চেয়ে পাইকগাছা নির্বাহী আদালতে মামলা করেছে।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)