পাইকগাছায় ফারজানা ইয়াসমিন রিতু (১৪) নামে এক জেএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী রিতু উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুর গ্রামের মেহেদী হাসানের মেয়ে। পিতা-মাতার উপর অভিমান করে শুক্রবার ভোর রাতে এ ঘটনা ঘটে বলে থানা পুলিশ জানিয়েছে। জানা গেছে চলতি জেএসসি পরীক্ষা চলা কালীন বৃহস্পতিবার সন্ধ্যায় রিতু পড়া বন্ধ করে টিভি দেখতে থাকলে মা তহমিনা বেগম তাকে বকাবকি করলে পিতা-মাতার উপর অভিমান করে ভোর রাতে রিতু নিজঘরের আড়াই ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। ওসি আশরাফ হোসেন জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং- ৩৬/১৫ তাং ৬/১১/১৫।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(9)