পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উপকূলীয় প্রান্তিক জেলেদের জীবনমান উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সক্ষমতা অর্জনে সমন্বিত উদ্যোগের প্রয়েজনীয়তা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে অফিসার্স ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাওসেড এ সেমিনারের আয়োজন করে। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। অ্যাওসেডের পরিচালক মাহবুবুর রহমানের পরিচালনায় সেমিনারে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন, অ্যাওসেডের ক্লাইমেট চেঞ্জ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল এর টিম লিডার হিমাদ্রী শেখর মন্ডল।
বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়াদ্দার, মেডিকেল অফিসার ডা: ইফতেখার বিন রাজ্জাক, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, উপ-সহকারী প্রকৌশলী আমিনুল ইসলাম, এসএম শহিদুল হক, শেখ ফিরোজ আহম্মেদ, অ্যাওসেডের ডকুমেন্টেশন অফিসার সালাউদ্দীন, এডভোকেসি অফিসার শাকিল আহম্মেদ, ক্লাস্টার অফিসার নাছিম আহম্মেদ আনসারী, ফিল্ড ম্যানেজমেন্ট অফিসার তাহাজিবুল ইসলাম ও কৃষি কর্মকর্তা হালিমা খাতুন।
দলিত ভয়েস//হাবিবা
(9)