মোঃ আব্দুল আজিজ, পাইকগাছাঃ নিচ্ছিদ্র, নিরাপত্তার মধ্য দিয়ে পাইকগাছা পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত পৌরসভার ৯টি কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। সকাল থেকেই দিনভর সাধারণ ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেশী হওয়ায় বেশির ভাগ ভোটারকে দীর্ঘসময় লাইনে দাড়িয়ে থাকতে হয়।
নির্বাচন শেষে প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, মেয়র পদে আওয়ামী মনোনীত প্রার্থী সেলিম জাহাঙ্গীর নৌকা প্রতীকে ৮ হাজার ৩৬৫ ভোট পেয়ে টানা তৃতীয় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিবি’র এ্যাড. প্রশান্ত কুমার মন্ডল কাস্তে প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬২৩ ভোট।
নির্বাচিত কাউন্সিলরা হলেন, সংরক্ষিত ১নং ওয়ার্ডে রাফেজা খানম (আ’লীগ), সংরক্ষিত ২নং ওয়ার্ডে কবিতা রাণী দাশ (আ’লীগ), সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আসমা আহম্মেদ (আ’লীগ)। ১নং সাধারণ ওয়ার্ডে মোঃ আলাউদ্দীন গাজী (আ’লীগ) বিনাপ্রতিদ্বন্দ্বিতায়, ২নং ওয়ার্ডে মোঃ অহেদ আলী গাজী (স্বতন্ত্র), ৩নং ওয়ার্ডে মোঃ আব্দুল গফফার মোড়ল (আ’লীগ), ৪নং ওয়ার্ডে এস,এম, তৈয়েবুর রহমান (বিএনপি), ৫নং ওয়ার্ডে রবিশংকর মন্ডল (আ’লীগ), ৬নং ওয়ার্ডে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ (বিএনপি), ৭নং ওয়ার্ডে শেখ মাহবুবুর রহমান রঞ্জু (স্বতন্ত্র), ৮নং ওয়ার্ডে ইমরান হোসেন সরদার (বিএনপি) ও ৯নং ওয়ার্ডে এস,এম, ইমদাদুল হক (বিএনপি)।
নির্বাচন প্রসঙ্গে, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, প্রার্থী ও তাদের কর্মী সমর্থক সহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পেরেছি। নির্বাচনে কোথাও কোন সংঘাত কিংবা সংঘর্ষের ঘটনা ঘটেনি। সাধারণ মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেছে।
(25)