পাইকগাছায় ইঞ্জিন চালিত ট্রলির চাপায় আশরাফুল ইসলাম ডালিম (১১) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত ডালিম উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের কিনু মোড়লের ছেলে। বুধবার দুপুরে ভর্তি পরীক্ষায় অংশ নিতে বাড়ী থেকে চাঁদখালী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে ইটবাহী ইঞ্জিন চালিত ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে এলাকাবাসী জানিয়েছে। বিষয়টি ধামাচাঁপা দিতে একটি মহল জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(5)