পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার পিংকু কুমার দাম সড়ক দূর্ঘটনায় আহত সাংবাদিকে ভূল চিকিৎসা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভূক্তভোগী সাংবাদিক আলাউদ্দীন রাজার পক্ষে ডাক্তারকে লীগ্যাল নোটিশ প্রদান করা হয়েছে। প্রাপ্ত অভিযোগে জানা গেছে। উপজেলার ঘোষাল গ্রামের মৃত আব্দুর রউফ নায়েবের ছেলে সাংবাদিক রাজা গত ২০ জুলাই আকস্মিক সড়ক দুর্ঘটনায় আহত হয়। পরবর্তীতে আহত সাংবাদিক হাসপাতালের অর্থপেটিক চিকিৎসক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডাক্তার পিংকু কুমার দামের নিকট চিকিৎসা নেন। সু-চিকিৎসার পরিবর্র্তে তিনি ভুল চিকিৎসার মাধ্যমে সাংবাদিককে পঙ্গুত্বের দিকে ঠেলে দেন। এতে শারিরীক কাঠামো বিপন্নসহ অর্থনৈতিক ভাবে রাজা মারাত্বক ক্ষতির সম্মুক্ষীন হন। পরবর্তীতে ভুল চিকিৎসার বিষয়টি জানতে পেরে সাংবাদিক রাজার পক্ষে পাইকগাছা সিনিয়র জুডিসিয়্যাল ম্যাজিসট্রেট আদালতের আইনজীবী এ্যাডভোকেট এম, মাফতুন আহম্মেদ ৫ দিনের মধ্যে জবাব চেয়ে ডাক্তার পিংকুকে লীগ্যাল নোটিশ প্রদান করেছেন।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(5)