পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় দলিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে ইউএনডিপি’র অর্থায়নে ও দলিত এর সহযোগিতায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা এ মতবিনিময় সভার আয়োজন করে।
সংস্থার নির্বাহী কর্মকর্তা জয়ন্তী রাণী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, উপজেলা শিক্ষা অফিসার খান মোহাঃ আলমগীর, সমাজসেবা অফিসার সরদার আলী আহসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান, জেলা পরিষদ সদস্য নাহার আক্তার। বক্তব্য রাখেন, সংস্থার উপদেষ্টা দিলিপ কুমার দাশ, হিসাব রক্ষক বাহারুল ইসলাম, জুয়েল সরকার ও শাপলা সরকার।
(13)