পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় দুই দিন ব্যাপী জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। হেলভেটাস এর অর্থায়নে সুশীলন ও ডরপ কর্তৃক বাস্তবায়িত পানিই জীবন ফেইজ-০৩ প্রকল্পের আওতায় রোববার ও সোমবার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে উপজেলার গদাইপুর ও গড়ইখালী ইউনিয়ন এর উৎপাদনকারী সংগঠন এর সদস্যরা অংশগ্রহণ করে। উপস্থিত সদস্যদেরকে সমাজ ও দেশের কল্যাণে তাদের ভুমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণে রিসোার্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা প্রদীপ কুমার পোদ্দার।
প্রশিক্ষনটি সঞ্চালনা করেন, পানিই জীবন প্রকল্পের আওতায় সুশীলন প্রজেক্টের ম্যানেজার কাজী তোবারক হোসেন, হেলভেটাস বাংলাদেশের টেকনিক্যাল অফিসার মুসরাত হাসান ইমন, ডরপ এর উপজেলা সমন্বয়কারী মোঃ আবু সায়েম হোসেন, সহ টেকনিক্যাল অফিসার তাপস কুমার দাশ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আরিফুননেসা শিলা।
(6)