পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছায় মৎস্য লীজ ঘেরের বিরোধ কে কেন্দ্র করে দুর্বৃত্তরা দুই ভাইকে পিটিয়ে জখম ও লীজ ঘেরের বাসায় অগ্নি সংযোগ করে ক্ষতিসাধন করেছে বলে অভিযোগ উঠেছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের হয়েছে।
প্রাপ্ত অভিযোগে জানা গেছে উপজেলার কালুয়া গ্রামের মৃত অজেদ আলী সরদারের ছেলে গাউছুল আযম ভুট্ট বাড়ির পশ্চিম পাশের বিলে ৫ বিঘা জমিতে ১৫ বছর যাবৎ মৎস্য লীজ ঘের করে আসছে। উক্ত ঘেরে হারিমূলে প্রতিবেশী মৃত সোবহান সরদারের ছেলে সালাম সরদারের পৌনে ৩ বিঘা জমি রয়েছে। মঙ্গলবার দুপুরে ঘেরের আইলের ধনচে গাছ কাটা ও ধান রোপন নিয়ে রাস্তার উপর সালামের সাথে ভুট্টোর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভুট্টোর হাতে থাকা দা দিয়ে সালাম কে একটি কোপ দেয় এতে তার কিছুটা কেটে যায়। এতে সালামের পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে সন্ধ্যার সময় ভুট্টোর বাড়িতে গিয়ে তাদের দুই ভাইয়ের উপর হামলা করে।
ভুট্টোর ভাবি লিলি বেগম বলেন আমি তখন পুকুরে ছিলাম সালামের ১০-১২ জন লোকজন বাড়িতে ঢুকে প্রথমে বড় ভাই রবিউল ইসলাম এর পায়ে কোচে কালা মেরে দেয় এরপর তারা ভুট্টোর ঘরে ঢুকে তাকে এলোপাথাড়ি পিটিয়ে বাইরে ফেলে দিয়ে পেটাতে থাকে। প্রতিবেশি গৃহবধু জুলেখা বেগম জানান আমি এবং আমার বৌমা গিয়ে ওদের পায়ে ধরি অনুরোধ করি ভুট্টো কে না মারার জন্য কিন্তু ওরা আমাদের কথায় কোন কর্ণপাত করেনি। পরে ডাক চিৎকারে লোকজন চলে আসলে ওরা পালিয়ে যায়। নঈম উদ্দিন সরদার জানান রাতে আমি আমার ঘেরের বাসায় ঘুমিয়ে ছিলাম রাত ১২ টার ঘুম থেকে জেগে যায় এসময় দেখি ভুট্টোর ঘেরের বাসায় আগুন দাউ দাউ করে জ্বলছে। এতে ঘেরের বাসার সমস্ত মালামাল পুড়ে ব্যাপক ক্ষতি হয়।
ভুট্টো কে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে তার অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়া হয় ।
এঘটনায় লিলি বেগম বাদী হয়ে প্রতিপক্ষ সেলিম সানাকে প্রধান আসামি করে ৯ জনের উল্লেখ ও অজ্ঞাত ১২ জনকে আসামি করে থানায় এজাহার দায়ের করেছে। এব্যাপারে ওসি জিয়াউর রহমান জানান এঘটনায় অভিযোগ পেয়েছি এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়েছি।
(18)