পাইকগাছায় দু’জামায়াত নেতাকে আটক করা হয়েছে। আটককৃত দু’নেতা হলেন উপজেলার রাড়ুলী ইউনিয়নের শ্রীকন্ঠপুর গ্রামের মৃত মুন্সি দেলোয়ার হোসেনের ছেলে এছেম গোলদার (৫৫) ও বাঁকা ভবানীপূর গ্রামের মোঃ হানেফ আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৪)। নাশকতার আশংকায় থানা পুলিশের এসআই বিশ্বজিত অধিকারী মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে জামায়াতের এ দু’নেতাকে আটক করে। আটককৃতদের ১১ (০৪) ১৫ নং নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(0)