পাইকগাছায় দূর্যোগ ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিষয়ক পৃথক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সুশীলন শরিক প্রকল্পের সহযোগীতায় মঙ্গলবার সকালে চাঁদখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুনছুর আলী গাজী’র সভাপতিত্বে ও হরিঢালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু’র সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, সুশীলন শরিক প্রকল্পের টিম লিডার শিপক চন্দ্র দে, মাঠ সহায়ক আব্দুল ফাত্তাহ, নুরুজ্জামান, শরিফ আহম্মেদ ও লিজা মন্ডল। উপস্থিত ছিলেন, দু’ইউনিয়নের সকল ইউপি সদস্য, ইউপি সচিব, দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ওরিয়েন্টেশনে দূর্যোগ ব্যবস্থাপনার উপর বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)