পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তর যৌথভাবে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, গাছের চারা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ কর্মসূচীর আয়োজন করে।
মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভা, গাছের চারা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু।
এছাড়া অনুষ্ঠানে ঢাকা থেকে পরিচালিত জাতীয় অনুষ্ঠান সম্প্রচার করা হয়। সবশেষে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ চত্বরে গাছে চারারোপন করেন।
(2)