জানা গেছে, উপজেলার লস্কর ইউনিয়নের চর লক্ষ্মীখোলা গ্রামের দিনমজুর হান্নান গাজীর নাবালিকা মেয়েকে গদাইপুর গ্রামের জনৈক এক ছেলের সাথে বিয়ে দেয়। অভিযোগ উঠেছে, স্থানীয় আইনজীবী ইদ্রিসুর রহমান মন্টু ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বিয়েতে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বিয়েতে উপস্থিত ইউপি সদস্যের ছেলে হাসান জানান, আইনজীবী মন্টু ভাই ও আমি নিমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে বিয়ের ব্যাপারে আমাদের কোন ভূমিকা ছিল না। সংশ্লিষ্ট এলাকার ইউপি সদস্য মন্টু জানান, বিয়ের দিন দুপুরে আমার দাওয়াত থাকলেও বিয়েতে আমি যায়নি। ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিন বলেন, বিয়ের ব্যাপারে প্রথমে কিছু জানতাম না, পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বাল্য বিয়ের বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখতে মহিলা বিষয়ক কর্মকর্তাকে তদন্ত করে দেখতে বলা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরউদ্দীন জানান।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(4)