পাইকগাছা প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলায় বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে উঠান বৈঠক ও লাল কার্ড প্রদর্শন করেছে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজ।
মঙ্গলবার সকালে উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা ৯নং পল্লীসমাজ এ উঠান বৈঠকের আয়োজন করে। আলমতলা পল্লীসমাজের সভাপ্রধান নাসিমা খাতুনের সভাপতিত্বে এ উঠান বৈঠকে উপস্থিত থেকে বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন বন্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ইউপি সদস্য হারুন অর রশিদ, ওয়ার্ল্ড ফিস সংস্থার ডাটা ইনুমেরেটর আশরাফুজ্জামান, সমাজ সেবক জিয়ারুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক আছাদুল ইসলাম আছাদ, পল্লীসমাজের নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতাধীন পল্লীসমাজ বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সমাজের অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাড়ানো, সরকারি বিভিন্ন হটলাইন নাম্বারের ব্যবহার সম্পর্কে প্রচার-প্রচারণা সহ বিভিন্ন সামাজিক সেবা ও উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আলমতলা পল্লীসমাজ এ উঠান বৈঠকের আয়োজন করে।
(7)