পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় নারী সহ দুজন আত্মহত্যা করেছে। এঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামের খয়বার হোসেনের স্ত্রী রহিমা বেগম(৪৭) বৃহস্পতিবার সন্ধায় নিজ বসত ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন রাত ১১টার দিকে লস্কর ইউনিয়নের লক্ষ্মীখোলা গ্রামের মৃত মোহাম্মদ সরদারের ছেলে হাসান সরদার(৩৫) বসত ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে।
পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। এঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামালা হয়েছে বলে ওসি এজাজ শফি জানিয়েছেন।
(60)