যার স্বীকৃতিস্বরূপ ৩০টিরও অধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত প্রধানমন্ত্রী আজ বিশ্বজুড়ে নন্দিত। প্রধানমন্ত্রী ও দেশের অর্জিত সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রকারীরা বিদেশীদের হত্যা করার মাধ্যমে বিশ্বে বাংলাদেশের ভাবমুর্তি বিনষ্ট করছে। তিনি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে যুবনেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি দীর্ঘদিন পর দলীয় কার্যালয় স্থাপন করায় স্থানীয় এমপি এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তার নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। এছাড়াও তিনি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
তিনি রোববার সকালে পাইকগাছা উপজেলা আ’লীগের নির্মাণাধীন দলীয় কার্যালয়ে স্থানীয় যুবলীগনেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি এস,এম, সামছুর রহমানের সভাপতিত্বে ও যুবলীগনেতা জগদীশ রায়ের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী,
রতন কুমার ভদ্র, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সাইদুর রহমান, জিল্লুর রহমান ডলার, যুবলীগনেতা শেখ রাশেদুল ইসলাম রাসেল, শেখ শহিদ হোসেন বাবুল, শেখ আব্দুস সাত্তার, শেখ মাসুদুর রহমান,
শেখ সেলিম, শেখ আলাউদ্দীন, বাবুলাল বিশ্বাস, বাবুল আকতার, চিত্ররঞ্জন বাছাড়, পবিত্র মন্ডল, আব্দুর রাজ্জাক সানা,
প্রণব মন্ডল, শেখ জিয়াদুল ইসলাম, অলিয়ার রহমান খোকা, আজিবর রহমান, দিপংকর মন্ডল, দেবাশীষ মন্ডল, জাহিদুল আলম, বারিক গাজী, শেখ তৌহিদ হোসেন তাজ, জি,এম, মিজানুর রহমান, সরদার রনি, সঞ্জয় ঘোষ, বিপ্লব ঘোষ, শেখ রনি ইসলাম, রাকেশ, আশরাফুল ইসলাম রাবু ও পল্লব কুমার নাথ।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(3)