শনিবার দুপুরে পৌর বাজার চৌ-রাস্তা মোড়ে নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ। বক্তব্য রাখেন আ’লীগ নেতা গাজী আব্দুল হাদি, এ্যাডঃ সুজিত অধিকারী, এমডিএ বাবুল রানা, কামরুজামান জামাল, এ্যাডঃ নিমাই চন্দ্র রায়, ডাঃ শেখ শহিদুল্লাহ, এ্যাডঃ শাহাআলম, অধ্যাপক জুলফিকর আলী, সরদার জাকির হোসেন, জামিল খান, শেখ আব্দুল কাদের, মাহাফুজুর রহমান, বিধান চন্দ্র রায়, বদরুল আলম, শেখ মনিুরুল ইসলাম, গাজী রফিকুল ইসলাম, রতন কুমার ভদ্র, মেয়র সেলিম জাহাঙ্গীর, শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, শেখ কামরুল হাসান টিপু, শেখ আনিছুর রহমান মুক্ত, এসএম শামছুর রহমান, সরদার গোলাম মোস্তফা, এসএম আনিছুর রহমান, শেখ শহীদ হোসেন বাবুল, শেখ মাসুদুর রহমান, শেখ জিয়াদুল ইসলাম, শেখ আবুল কালাম আজাদ ও এসএম আমিনুর রহমান লিটু।
অনুরূপ ভাবে সকালে সাবেক উপজেলা চেয়ারম্যান রশিদুজ্জামান ও শেখ কামরুল হাসান টিপু পৌর বাজারে, উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম ৬নং ওয়ার্ডে, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান বাবু পৌর বাজারে ও মেয়র’র সহধর্মীনি ফাতেমা জাহাঙ্গীর পৃথক পৃথক ভাবে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এর আগে শুক্রবার সন্ধ্যায় ৭ নং ওয়ার্ডের শিবসা ঘাট এলাকায় ব্যবসায়ী নূরুল ইসলাম নান্নুর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি ছিলেন, আ’লীগ নেতা গাজী মোহাম্মদ আলী।
বক্তব্য রাখেন মেয়র সেলিম জাহাঙ্গীর, ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, এসএম রেজাউল হক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মন্ডল, প্রভাষক ময়নুল ইসলাম, গাজী শহিদুল ইসলাম খোকন, শেখ জালাল উদ্দীন, আমজেদ আলী, আব্দুল হামিদ, সুভাষ মন্ডল, গোলাম ফারুক বুলু, দেবব্রত মন্ডল, শেখ আজিজ ও শিহাব উদ্দীন ফিরোজ বুলু।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(2)