ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে এলাকার উঠতি বয়সের ছেলেরা খেলা করার সময় মাটিতে পুতে রাখা রামদার কাঠের অংশ বিশেষ ছেলেদের পায়ে বিধলে তারা কৌতহল বসত মাটি খুঁড়ে বের করে দেখে বিশাল আকারের ৩টি রামদা। পরে স্থানীয় লোকজন থানা পুলিশকে খবরদিলে থানার এসআই স্বপন কুমার রায় ঘটনাস্থল গিয়ে ৩টি রামদা উদ্ধার করে। উদ্ধার কৃত রামদা গুলো অনেক পুরাতন। তবে কারা কি উদ্দেশ্যে রামদা গুলো সেখানে রেখে ছিল সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(21)