পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে “সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি, শিশু ও মাতৃস্বাস্থের হবে উন্নতি” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
বিশেষ অতিথি ছিলেন, মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি (তদন্ত) রফিকুল ইসলাম, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন।
উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, সমবায় কর্মকর্তা বেনজির আহমেদ, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ, ইউআরসি ইন্সট্যাক্টর ইমান উদ্দীন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, সহকারী সমবায় অফিসার জাকারিয়া, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক মাজাহারুল ইসলাম মিথুন, শিক্ষক প্রদীপ শীল, শিক্ষার্থী তোহা, নাজিরা মোশাররফ সোমা ও সুমাইয়া ইসলাম রোজ।
সভায় ১৭ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ যথাযথভাবে উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।
(2)