সূত্রমতে উপজেলা পল্লী উন্নয়ন অফিসে বর্তমানে ৫জন কর্মচারী কর্মরত রয়েছে। যাদের বেতন ভাতা প্রদান করা হয় সরকারী অনুদানের অর্থ থেকে ৫০ ভাগ এবং ঋণ বিনিয়োগের অর্জিত সার্ভিস চার্জ থেকে ৫০ ভাগ। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নেয় ৩জন কর্মচারী নিয়োগের।
যার গত ১০/১০/১৫ ইং তারিখে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজ্ঞাত করণে বন্ধ হয়ে যায় পরীক্ষা। অবশেষে আগামী ২১/১/১৬ ইং তারিখ পূণরায় নিয়োগ পরীক্ষা আহবান করা হয়েছে।
এদিকে অভিযোগ উঠেছে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে একদিকে অবৈধ আর্থিক লেনদেনের অপতৎপরতা চালনো হচ্ছে, অপরদিকে বর্তমানে কর্মরত কর্মচারীদের বেতন ভাতা প্রদান নিয়ে আর্থিক সংকটের আশংকা রয়েছে সেখানে আরোও একাধিক কর্মচারী নিয়োগ দিলে তাদের বেতন ভাতা প্রদান নিয়ে আর্থিক সংকটে পড়তে হবে এমন আশংকায় নিয়োগ পরীক্ষা বাতিলের দাবী জানিয়েছে সচেতন এলাকাবাসীর পাশা-পাশি খোদ কর্মরত কর্মচারী বৃন্দ।
এ ব্যাপারে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নরেন্দ্রনাথ মৌলিককে মুঠো ফোনে পাওয়া যায়নি।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(4)