পাইকগাছায় পালিত হয়নি শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি’র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্ম বার্ষিকী।
এমনকি দিবসটি উদযাপনে দলের কোন নেতাকর্মীদের মধ্যে কোন তৎপরতা দেখা যায়নি। এতে অনেকেই মনে করছেন দলটি ধীরে ধীরে সাংগঠনিক সংক্ষমতা হারিয়ে ফেলছেন, আবার অনেকেই মনে করছেন দলীয় কর্মসূচী পালন না করায় উৎসাহ হারিয়ে ফেলছে তৃণমূল নেতাকর্মীরা।
খোদ দলীয় অনেকেই জানান, দলীয় কমসূচী না থাকায় ঐতিহ্য হারাচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক এ সংগঠনটি।
উল্লেখ্য গত মঙ্গলবার ছিল দলের প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্ম বার্ষিকী। এদিন থানা ও পৌর বিএনপি’র পক্ষথেকে কোন কর্মসূচীই পালিত হয়নি।
এ প্রসঙ্গে জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি ছিল, কিন্তু প্রশাসনিক অনুমোদন ও আইনী জটিলতার কারণে পালন করা সম্ভাব হয়নি বলে থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ আবু সাঈদ জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(14)