পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদ এর উদ্যোগে গত শুক্রবার বিকালে উপজেলা কেন্দ্রীয় সার্ব্বজনীন পূজা মন্দির (সরল কালীবাড়ি) মন্দির প্রাঙ্গনে আসন্ন শারদীয়া দূর্গাপূজা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের উপজেলা সভাপতি সমীরণ সাধুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী ডিসিপ্লিনের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মন্দির নির্মান কমিটির সভাপতি ড. সমীর কুমার সাধু। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক ও বিশ্ববিদ্যালয় মন্দির নির্মান কমিটির সদস্য সচিব কৃষ্ণপদ দাশ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি রবীন্দ্রনাথ দত্ত ও রতন মিত্র, যুগ্ম সম্পাদক চম্পক পাল ও প্রদীপ সাহা, জেলা সহ-আইন বিষয়ক সম্পাদক এড. অজিত কুমার মন্ডল, জেলা সমাজ কল্যান সম্পাদক প্রবীর রায়, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক দেবেস দাস, উপ-রেজিষ্ট্রার দীপংকর সাহা, সহকারী রেজিষ্ট্রার প্রীতিষ রায়। সংগঠনের উপজেলা সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাসের পরিচালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা হিন্দু, বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র নাথ রায়, সাধারন সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, রতন কুমার ভদ্র, কৃষ্ণপদ মন্ডল, এড. শিবু প্রসাদ সরকার, সন্তোষ সরদার, বিজন বিহারী সরকার, রবিন কর্মকার, প্রকাশ ঘোষ বিধান, দেবব্রত রায় (দেবু), হেমেশ চন্দ্র মন্ডল, কৌস্তভ রঞ্জন সানা, অনাথ বন্ধু সরদার, প্রাণ কৃষ্ণ দাশ, পঞ্চানন সানা, গুরুদাশ রায়, দীপক মন্ডল, মতিলাল সিংহ, রবীন্দ্রনাথ দত্ত, সৌরভ রায়, উত্তম দাশ, কল্লোল মল্লিক, প্রজিৎ রায়, জগদীশ রায়, গৌরাঙ্গ মন্ডল, স্নেহেন্দু বিকাশ, শ্যামসুন্দর ভদ্র, সুনীল মন্ডল, অখিল মন্ডল, দুলাল বিশ্বাস, অপুর্ব রায়, বাবুরাম মন্ডল, উত্তম সাধু, পিযুষ সাধু প্রমুখ। সভার শুরুতে পবিত্র গীতা থেকে পাঠ করেন অনুকুল ব্যানার্জী এবং প্রয়াত নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(2)