পাইকগাছায় পেসকার ও সমনজারি কারকের সাথে আইনজীবীদের হাতা-হাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনজীবীরা আদালত বর্জন করে প্রতিবাদ জানিয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। জানাগেছে বুধবার বেলা ১২টার দিকে আদালত চলাকালীন সময়ে আদালতের বারান্দায় টাকা নেয়ার পরও কাজ করে না দেয়ার অভিযোগে আইনজীবী এ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন ও পেসকার আরাফাত হোসেনের সাথে বাকবিতন্ডা হয়। কথা কাটা-কাটির এক পর্যায়ে সমনজারি কারক সাইফুল ইসলাম, আইনজীবী মামুনকে মারপিট করে। এ ঘটনায় উভয়ের মধ্যে হাতা-হাতির এক পর্যায়ে এজলাসে অবস্থানরত সকল আইনজীবীরা চলমান আদালত বর্জন করে প্রতিবাদ জানায়। এরির্পোট লেখা পর্যন্ত আইনজীবীদের জরুরী বৈঠক চলছিল বলে আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ জিএম আব্দুস সাত্তার জানান।
মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(2)