পাইকগাছায় ইউনিয়ন পরিষদ পর্যায় নারী উদ্যোগ অনুদান প্রকল্পের প্রকল্প প্রস্তুতকরণ বিষয়ক দু’দিন ব্যাপী পৃথক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে রাড়ুলী এবং ইউপি চেয়ারম্যান কে.এম. আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে লস্কর ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত পৃথক কর্মশালায় উপস্থিত ছিলেন, ইউপি সচিব সঞ্জীব কুমার ঘোষ, ফারুক হোসেন সরদার, স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য এবং সংরক্ষিত ইউপি সদস্যবৃন্দ। কর্মশালায় হতদরিদ্র নারীদের উন্নয়নে নারী উন্নয়ন সংঘ প্রতিষ্ঠা ও শিক্ষা উন্নয়নে উপকরণ এবং লাইব্রেরি প্রতিষ্ঠার প্রকল্প গ্রহণ করা হয়। কর্মশালা পরিচালনা করেন, সুশীলন শরিক প্রকল্পের মাঠ সহায়ক আজমিরা পারভীন, শরীফ আহম্মেদ ও টীম লিডার শিপক চন্দ্র দে।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(1)