পাইকগাছায় অসহায় এক গৃহবধুর ভোগদখলে থাকা পৈত্রিক সম্পত্তি জবর-দখলের পায়তারা করছে বলে লতিফ শেখ নামে এক প্রতিবেশীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গৃহবধু আনজুয়ারা বেগম বাদী হয়ে লতিফ গংদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা করেছে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে উপজেলা চাঁদখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের হুমায়ন শেখের স্ত্রী আনজুয়ারা খাতুন এসএ ১৮৮ খতিয়ানের ৪৮২ দাগে পিতার কাছ থেকে প্রাপ্ত ৯ শতক জমির উপর বসতবাড়ী নির্মাণ করে দীর্ঘ দিন শান্তিপূর্ণ ভাবে বসবাস করে আসছে। এদিকে উক্ত সম্পত্তি জবর দখলের পায়তারা করে আসছে বলে প্রতিবেশী মৃত আরশাদ শেখের ছেলে লতিফ শেখের বিরুদ্ধে অভিযোগ করেছেন গৃহবধু আনজুয়ারা বেগম। লতিফ শেখ ইতোমধ্যে কয়েক বার জবর দখলের প্রচেষ্টা চালিয়ে ব্যর্থহয়ে গৃহবধুকে উতক্ত্যসহ বিভিন্ন ধরণের ষড়যন্ত্র করে আসছে। এ ঘটনায় আনজুয়ারা বেগম আদালতে ২০৬/১৫ নিষেধাজ্ঞা, সিআর ৬৯১/১৫ ও ৭০৪/১৫ নং মামলা করেছে। মামলা চলমান থাকা অবস্থায় প্রতিপক্ষরা গত ৯ নভেম্বর গৃহবধুর বসতবাড়ীতে অতর্কিত হামলা চালিয়ে প্রাচীর, ল্যাট্রিন ভাংচুর ও গাছপালা কেটে নিয়ে যায়। ঘটনার সত্যতার বরাত দিয়ে ৭০৪/১৫ নং মামলায় থানা পুলিশ গত ১৫ নভেম্বর আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। এব্যাপারে প্রশাসনের সংশ্লিষ্ট আশুহস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী গৃহবধুর পরিবার।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(2)