পাইকগাছায় সন্ত্রাসী, নাশকতা সৃষ্টিকারী, মাদক ও দূস্কৃতিকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে সাধারণ মানুষের কাছে প্রশংসিত হয়েছে থানা পুলিশ। যার নেতৃত্বে রয়েছেন অফিসার ইনচার্জ ওসি আশরাফ হোসেন।
এদিকে এক মাদক বিক্রেতা মহিলা অপরাধ নির্মূলে নেতৃত্ব দানকারী ওসি আশরাফ হোসেনকে জড়িয়ে সম্প্রতি অহেতুক মিথ্যা অভিযোগ এনেছেন কুচক্রী মহল। যাহা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার সাধারণ মানুষ। অনেকেই মনে করছেন ওসি আশরাফ হোসেনকে নাজেহাল কিংবা বদলি করতে এমন অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য ওসি আশরাফ হোসেন যোগদানের পর গত ৬/৭ মাসে তিনি প্রায় ২ শতাধিক মাদক বিক্রেতা, সন্ত্রাসী ও দূস্কৃতিকারীদের আটক করেছেন। উদ্ধার করেছেন বিপুল পরিমান অস্ত্র গোলাবারুদ ও মাদক দ্রব্য। একই সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সরকারী রাজস্ব আয় হয়েছে বিপুল পরিমাণ টাকা। যোগদানের পর তিনি বিশেষ করে কঠোর হস্থে দমনে নামেন মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে।
খুব অল্প সময়ের মধ্যে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার ফলে এলাকা এখন অনেকটাই মাদক মুক্ত। অপরদিকে সন্ত্রাসী ও দূস্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় এলাকার আইন শৃংখলা পরিস্থিতি রয়েছে স্বাভাবিক।
গত ৬/৭ মাসে সাফল্য জনক কর্মকান্ডে ওসি আশরাফ হোসেন সাধারণ মানুষের কাছে হয়েছেন প্রশংসিত। এমনকি উপজেলা পরিষদের প্রতিটি আইন শৃংখলা সভায় আইন শৃংখলা রক্ষায় ওসির পদক্ষেপকে ধন্যবাদ জানান কমিটির সদস্য বৃন্দ।
এদিকে ওসি আশরাফ হোসেন সাধারণ মানুষের কাছে প্রশংসিত হলেও মাদক বিক্রেতা ও দূস্কৃতিকারীদের কাছে পথের কাঁটা হয়ে দাড়িয়েছেন। সম্প্রতি এক মাদক বিক্রেতা মহিলা মিথ্যা অযুহাত খাড়া করে ওসি আশরাফ হোসেনকে নাজেহাল করতে উঠেপড়ে লেগেছেন বলে অভিযোগ উঠেছে। আর এ ধরণের খবর শুনে হতবাক হয়েছেন এলাকাবাসী।
ওসির বিরুদ্ধে অহেতুক যে অভিযোগটি খাড়া করেছেন তিনি হলেন উপজেলার উত্তর সলুয়া গ্রামের হাকিম মজলিসের স্ত্রী মোছাঃ ভানু বিবি (৩৭)। এ দম্পতির বিরুদ্ধে থানায় রয়েছে একাধিক মাদক মামলা। ভানু বিবির জেল ও হয়েছে একাধিক বার। এসআই বিশ্বজিৎ জানান, ভানু দম্পত্তি এলাকার পেশাদারী মাদক বিক্রেতা।
ইতোপূর্বে ভ্রাম্যমান আদালত ভানু বিবিকে ৪/৬/১৪ ইং তারিখ ৬৫/১৪ নং মামলায় ২ বছর এবং ১০/৪/১৫ ইং তারিখ ৩০/১৫ নং মামলায় ২ বছরের কারাদন্ড প্রদান করেন। এ ছাড়াও ২৯/১১/১৫ তারিখ একশ গ্রাম গাঁজাসহ থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয় যার নং ২৭।
এ মামলায় ২৯/১২/১৫ তারিখ ভানু বিবির বিরুদ্ধে চার্জসিট প্রদান করা হয় যার নং- ৩২০। অপরদিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা স্বামী হাকিম মজলিসকে মদ সহ হাতেনাতে আটক করে। এ ঘটনায় ৭/৫/১৩ তারিখ থানায় মামলা হয় যার নং- ১১। ওসি আশরাফ হোসেন জানান, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান সাধারণ মানুষের কাছে প্রশংসিত হলেও মাদকের সাথে সংশ্লিষ্টরা আমাকে হেয় প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে।
গত কয়েক মাসের সাফল্য জনক কর্মকান্ডে সাধারণ মানুষের সর্বাত্বক সহযোগীতা ছিল বিধায় ব্যাপক উৎসাহ নিয়ে কাজ করছিলাম। কিন্তু সম্প্রতি এক মাদক বিক্রেতা মহিলা আমাকে জড়িয়ে অহেতুক মিথ্যা অভিযোগ এনেছেন যাহা শুনে পুলিশের পাশা পাশি সাধারণ মানুষ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর জানান, ওসি আশরাফ হোসেন থানায় যোগদানের পর হতে এলাকার মানুষ শান্তিতে বসবাস করছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে তার যে অবস্থান তাতে ওসি আশরাফ হোসেনকে গোল্ড মেডেল দেওয়া উচিত। যারা এমন সফল একজন ওসির বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং এ কাজে যারা সহযোগীতা করছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া উচিত বলে মেয়র সেলিম জাহাঙ্গীর মন্তব্য করেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(47)