পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় প্রশিক্ষনার্থীদের মাঝে উন্নত জাতের মাল্টা’র চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে ৭০ জন প্রশিক্ষনার্থী প্রত্যেকের মাঝে মাল্টার চারা বিতরণ করা হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় উপজেলা পরিষদ আধুনিক পদ্ধতিতে উন্নত জাতের মাল্টা উৎপাদনের কলাকৌশল বিষয়ক দুইদিন এ ব্যাপী প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জাইকা প্রকল্পের ইউডিএফ মোঃ হাফিজুর রহমান, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও উপজেলা পরিষদের সিএ কৃষ্ণপদ মন্ডল।
(0)