প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে আসন্ন খুলনার পাইকগাছা পৌরসভা নির্বাচন। বিএনপি, জামাত ও জাপা’র সম্ভাব্য প্রার্থীরা এখনো তেমন কোন প্রচার-প্রচারণা শুরু করেনি। তবে প্রচার-প্রচারণায় তুঙ্গে রয়েছেন আওয়ামীলীগের হেভিওয়েট ৩ প্রার্থী। প্রার্থীদের মধ্যে অনেকেই প্যানা দিয়ে ছেয়ে ফেলেছেন গোটা পৌর এলাকা অনেকেই আবার মতবিনিময় ও সভা সমাবেশের মাধ্যমে সাধারণ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। সব মিলিয়ে প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমে উঠেছে আসন্ন পৌর নির্বাচন। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষনা না করলেও নির্বাচনী প্রচারণায় মাঠে রয়েছেন সম্ভাব্য প্রার্থীরা। আগামী ডিসেম্বর-জানুয়ারীকে সামনে রেখে ৪র্থ পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ প্রার্থী হলেন বর্তমান মেয়র ও উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ সেলিম জাহাঙ্গীর, সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আ’লীগের আহবায়ক শেখ কামরুল হাসান টিপু, প্যানেল মেয়র ও জেলা যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ আনিছুর রহমান মুক্ত। দক্ষিণ জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডঃ আব্দুল মজিদ। প্রাক্তন সহকারী অধ্যাপক এস এম লোকমান হেকিম (স্বতন্ত্র)। বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের এখনো কোন প্রার্থী নির্বাচনী মাঠে নামেনি তবে অনকেই বলছেন জেলা ও পৌর বিএনপি নেতা মিরাজুল ইসলাম ও আসলাম পারভেজ দলীয় প্রার্থী হতে পারেন। ১নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা হলেন, আলাউদ্দিন গাজী (আ’লীগ), আজিজ সরদার (স্বতন্ত্র) ২নং ওয়ার্ডে লুৎফর রহমান (নব্যআ’লীগ), অহেদ আলী গাজী (নব্যআ’লীগ), আক্তার গোলদার (নব্যআ’লীগ), হাতেম আলী সরদার (স্বতন্ত্র), ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আব্দুল লতিফ সরদার (স্বতন্ত্র), সাবেক কাউন্সিলর গাজী আব্দুস সালাম (বিএনপি), রহমত আলী গাজী (স্বতন্ত্র), আব্দুল মান্নান (জামাত), আছাদুল ইসলাম (নব্যআ’লীগ), রেজাউল ইসলাম (বিএনপি), আব্দুল করিম (বিএনপি), আমজেদ সরদার (স্বতন্ত্র), ৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম তৈয়েবুর রহমান (বিএনপি), সাবেক কাউন্সিলর এস এম মোস্তাফিজুর রহমান (নব্যআ’লীগ) প্রভাষ মন্ডল (বিএনপি), গৌরাঙ্গ মন্ডল (আ’লীগ), ৫ নং ওয়ার্ডে আতাউর রহমান (বিএনপি), মনিরুজামান মনি (বিএনপি), শেখ রুহুল কুদ্দুস (স্বতন্ত্র), রবি শংকর (আ’লীগ), ডাঃ রশিদ শিকারী (স্বতন্ত্র), শ্রীষকান্তি রায় (স্বতন্ত্র), জিয়া উদ্দীন নায়েব (বিএনপি), সিরাজুল ইসলাম সিরাজ (স্বতন্ত্র), গৌরাঙ্গ ব্যানার্জী (স্বতন্ত্র) ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর সেলিম নেওয়াজ (বিএনপি), সাবেক কাউন্সিলর আব্দুল আজিজ (স্বতন্ত্র), সেলিম রেজা লাকি (বিএনপি), শিহাব উদ্দীন ফিরোজ বুলু (আ’লীগ), ৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর শেখ মাহবুবর রহমান রঞ্জু (স্বতন্ত্র), হ্যাপি মোস্তাকিম (স্বতন্ত্র), শেখ রাজু আহম্মেদ (আ’লীগ),শেখ জামাল হোসেন (স্বতন্ত্র), আলমগীর সানা (আ’লীগ), সেকেন্দার আলী (স্বতন্ত্র), আবুল হোসেন (বিএনপি), শাহাজান (স্বতন্ত্র) ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কাজী নেয়ামুল হুদা কামাল (বিএনপি), ইমরান সরদার (বিএনপি), কাজী বাবলু (বিএনপি) ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর এস এম ইমদাদুল হক (বিএনপি), সাবেক কাউন্সিলর হেমেশ চন্দ্র মন্ডল (আ’লীগ)। সংরক্ষিত ১,২,৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাহানারা খাতুন (স্বতন্ত্র), সাবেক কাউন্সিলর রাফেজা খানম (আ’লীগ), সাবেক কাউন্সিলর ফাতেমা খাতুন (স্বতন্ত্র), সরবানু বেগম (স্বতন্ত্র)। ৪.৫.৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর কবিতা রানী দাশ (আ’লীগ), শারমীন সুলতান (জাপা), বাসন্তি মন্ডল (বিএনপি), লতিফা ইসলাম (স্বতন্ত্র)। ৭.৮.৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আসমা আহম্মেদ (নব্যআ’লীগ), সাবেক কাউন্সিলর শাহিদা খাতুন (স্বতন্ত্র)।