পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে প্লাটফরম সদস্যদের দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এ প্রশিক্ষণের আয়োজন করে।
উপজেলা বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ প্লাটফরম এর সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামান।
উপস্থিত ছিলেন, প্লাটফরম এর সহ-সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, সাংবাদিক এন ইসলাম সাগর, রূপান্তরের আব্দুল হালিম, জিএম মোস্তাক হোসেন, প্রশিক্ষনার্থী মোঃ আব্দুল গফফার মোড়ল, মনিরা বেগম, নাজমা খাতুন, ফরিদা পারভীন, তানিয়া সুলতানা, মনা রানী সানা, লিটন গাজী, আলতাফ হোসেন মুকুল, নাজমুন্নাহার, কৃষ্ণা চক্রবর্তী, সুষমা মন্ডল, রেশমা সুলতানা ও রেহানা পারভীন।
(10)