অপরদিকে বিজিত প্রার্থীদের কর্মী সমর্থকরা সমর্থীত প্রার্থীদের কাছে গিয়ে শান্তনা দিচ্ছেন। নির্বাচন পরবর্তী সময় থেকে বৃহস্পতিবার দিন ভোর পৌরবাসী বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী মেয়র সেলিম জাহাঙ্গীর সহ নির্বাচিত প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা জানান।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত মেয়র সেলিম জাহাঙ্গীর এ বিজয়কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জনগণের মাঝে উৎসর্গ করেন। অতিতের ন্যায় এবারের নির্বাচনও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় রেঞ্চ পুলিশের ডিআইজি মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোস্তফা কামাল, পুলিশ সুপার হাবিবুর রহমান, রির্টানিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীন, ওসি আশরাফ হোসেন ও বিজিবি, র্যাব কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন পৌরবাসী।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(13)