পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আলোচনা সভার আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে “বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান। বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ইউআরসি ইন্সট্যাক্টর ইমান উদ্দীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাজিবুল হাসান, খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, সমবায় কর্মকর্তা জাকারিয়া, প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্টের সভাপতি প্রজিৎ রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ ও সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডল।
(0)