পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় বিপুল পরিমান কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। এ ঘটনায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মমতাজ বেগম এর নেতৃত্বে পৌর বাজারের কারেন্ট জাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ৬ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল ও চায়ানা দোয়াইর জব্দ করা হয় এবং এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা টিপু সুলতান, নৌ-পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই আব্দুর রহিম ও পেশকার মোহাম্মদ ইব্রাহীম।
(11)