সাতক্ষীরার বিপ্লব ঘোষ হত্যা মামলার প্রধান আসামী জবা খাতুন আদালতে আত্মসমর্পন করেছেন। আদালত আসামী জবাকে জেল হাজতে প্রেরণ করেছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে।
উল্লেখ্য গত ৫/৭/১৫ তারিখে পাইকগাছা উপজেলার কপোতাক্ষ নদ থেকে থানা পুলিশ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের সুকুমার ঘোষের ছেলে বিপ্লব ঘোষের ভাসমান মৃত দেহ উদ্ধার করে।
এ ঘটনায় বিপ্লবের মামা সৌমেন ঘোষ বাদী হয়ে জবা খাতুন, মাছুরা বেগম ও শহীদুল ইসলামকে আসামী করে পাইকগাছা থানায় হত্যা মামলা করে। মামলায় পুলিশ সন্ধিগ্ধ আসামী হিসাবে একজনকে আটক করলেও এজাহার নামীয় মূল আসামীরা ছিল পলাতক।
মামলা তদন্ত কর্মকর্তা এসআই বিশ্বজিৎ অধিকারী জানান, সোমবার মামলার প্রধান আসামী জবা খাতুন আদালতে আত্মসমর্পন করলে বিজ্ঞ বিচারক আসামীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
জিজ্ঞাসা বাদের জন্য জবা খাতুনের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)