শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে সরকারী উচ্চ বিদ্যালয় ও সরকারী বালিকা বিদ্যালয়, এসএম সৈয়দ আলীর সভাপতিত্বে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় ও হেমেশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।
উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, প্রধান শিক্ষক নাসিমা বেগম, অপু মন্ডল, হায়দার আলী পাড়, ও আশুতোষ মন্ডল। অনুরূপ ভাবে প্রধান শিক্ষক নারায়ন চন্দ্র শিকারীর সভাপতিত্বে টাউন মাধ্যমিক বিদ্যালয় ও জগদীশ চন্দ্র রায়ের সভাপতিত্বে শহীদ গফুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর।
উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমান, প্রধান শিক্ষক গুলশাহানারা বেগম, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, শিক্ষক মুনছুর হাসান, শংকর মন্ডল, আব্দুল কুদ্দুস, শেখ সোহেল, রুনু বাছাড়, শিল্পী পারভীন, সুরাইয়া ইয়াসমিন, আজিবর রহমান, শংকর ঢালী, শেখ জাহিদুর রহমান, শফিকুল ইসলাম, তৌহিদুর রহমান, দেবব্রত ব্যানার্জী, শিক্ষার্থী মাহফুজ আলম ও ইতি মন্ডল।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)