পাইকগাছায় এক ব্যবসায়ীর বাড়ীতে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। সঙ্গবদ্ধ ডাকাত দল বাড়ীর লোকদের বেঁধে রেখে নগদ অর্থ, স্বর্ণ অলংকার ও অন্যান্য মালামাল লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ সন্দেহ জনক ৩ যুবক কে আটক করেছে। পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঘটনারদিন গভীর রাতে ১০/১২ জন মুখোশধারী ডাকাত গদাইপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত কার্তিক চন্দ্র ঘোষের ছেলে ঔষধ ব্যবসায়ী অশোক কুমার ঘোষের বাড়ীতে হানাদেয়।
এসময় পরিবারের সবাই ঘুমিয়ে থাকা অবস্থায় ৭/৮ জন ডাকাত দলের সদস্য প্রথমে বাড়ীর বারান্দার গ্রিলের তালা ভেঙ্গে ঘরের ভীতরে প্রবেশ করে অশোকের দু’ছেলে সুমিত ও সুমন এবং দোকানের কর্মচারী আনন্দকে রশি দিয়ে বেঁধে রেখে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লুটপাট শুরু করে।
এক পর্যায়ে সুমন ডাকাত ডাকাত বলে আত্মচিৎকার দিলে পাশের ঘরে থাকা সুমনের কাঁকা অসিম ঘোষ বিষয়টি আচ করতে পেরে বাহিরে বেরিয়ে আসলে বাহিরে অবস্থান নেওয়া বাকি ডাকাতরা তাকে হত্যা করার হুমকি দিলে তাৎক্ষনিক ভাবে আবার ঘরের ভীতরে গিয়ে স্থানীয় আ’লীগনেতা গাজী নজরুল ইসলামের মাধ্যমে থানা পুলিশকে খবর দেয়।
পরে ওসি আশরাফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছানোর পূর্বেই ডাকাতরা নগদ ৭/৮ হাজার টাকা ১ ভরি স্বর্ণালংকার ৩টি মোবাইল সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে এঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহ জনক আসাদ, মামুন ও আসাদুল নামে এলাকার ৩ যুবককে আটক করে। খবর পেয়ে সকালে পুলিশের এএসপি সার্কেল (দাকোপ) কাদের বেগ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এঘটনায় অশোকের ছেলে সুমিত ঘোষ বাদি হয়ে অজ্ঞাত ১০/১২ জনকে আসামী করে থানায় মামলা করেছে বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(24)