পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ব্রেষ্ট ক্যান্সার ও সার্ভিকাল ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম এর আওতায় সেমিনার ও ফ্রি স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে কপিলমুনি মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপী ও সেল থেরাপী (সিএফসিএক্ট) বায়োমেড মলিকুলার ডায়াগনাষ্টিকস্ এ সেমিনার ও ফ্রি স্ক্রিনিং এর আয়োজন করেন।
ক্যান্সার বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ তাসনিম আরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
বক্তব্য রাখেন প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউক্যালস লিমিটেড এর জেনারেল ম্যানেজার আইয়ুব আলী মোড়ল। উপস্থিত ছিলেন এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকা বৃন্দ।
(6)