পাইকগাছায় নাবা সার্বজনীন পূজা মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে কপিলমুনি ইউনিয়নের নাবা সার্বজনীন পূজা মন্দিরের তৈরীকৃত প্রতিমায় রং তুলির কাজ শেষে মন্দির কমিটির লোকজন রাতে বাড়ীতে যাওয়ার পর বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা মন্দিরের দুর্গা প্রতিমার ৩টি হাতের ও সিংহের মুখের অংশবিশেষ ভাংচুর করে। এ ঘটনায় নাবা গ্রামের বীরেন্দ্রনাথের ছেলে দিলিপ কুমার বৈরাগী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ১০, তাং- ০৯/১০/২০১৫। ঘটনাটি থানা পুলিশ খতিয়ে দেখছেন বলে ওসি আশরাফ হোসেন জানান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(4)