অসুস্থ্য সোহেল রানা পৌর সদরের বাতিখালী গ্রামের যুদ্ধাহত প্রায়ত মুক্তিযোদ্ধা শেখ বেলাল উদ্দীন বিলুর ছেলে। তার পিতা দীর্ঘদিন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
২০১১ সালের ৩১ জানুয়ারী পিতা বেলাল উদ্দীন বিলু অকাল মৃত্যু বরণ করলে ৩ সন্তানকে নিয়ে সংসার চালাতে গিয়ে হিমসিম খেতে হয় মা তাছলিমা বেগমের।
অভাব অনটনের সংসারে ছেলেদের কে মানুষের মত মানুষ করার স্বপ্ন দেখে মা তাছলিমা। কিন্তু দুঃখের বিষয় বড় ছেলে ২০১৩ সালে অনার্স পড়াকালীন সময়ে আক্রান্ত হয় ব্রেনের সমস্যা জনিত রোগে। খিছুনি, ঝাকুনি সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এমনকি কোন কিছু মনে রাখতে পারে না, প্রায় সব সময় প্রলপ বকতে থাকে সোহেল রানা।
বিগত ৩ বছরেরও অধিক সময় ব্রেনের সমস্যায় ভুগছেন সোহেল রানা। ইতোমধ্যে দেশের অনেক নামি দামী ডাক্তার দেখানোর পরও সুস্থ্য ও স্বাভাবিক হয়নি সোহেল। ডাক্তারা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে।
একদিকে আর্থিক অস্বচ্ছলতার মধ্যে বিদেশে চিকিৎসার জন্য কয়েক লাখ টাকা জোগাড় করা মা তাছলিমা বেগমের পক্ষে একেবারেই অসম্ভব।
এজন্য হতভাগীনী মা মুক্তিযোদ্ধা সন্তানের চিকিৎসার জন্য সমাজের স্ব হৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্য পাঠাবার ঠিকানা- তাছলিমা বেগম, সঞ্চয়ী হিসাব নং- ০০২০৭৪৮২৪, সোনালী ব্যাংক পাইকগাছা শাখা, খুলনা। বিকাশ নং- ০১৯৯৫-৬০৫৫২৮।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(7)