আসন্ন পাইকগাছা পৌরসভার নির্বাচন উপলক্ষ্যে মেয়র সেলিম জাহাঙ্গীরের এক মতবিনিময় সভা সোমবার সন্ধ্যায় ৫ নং ওয়ার্ডের বালুর মাঠে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় শাপলা ক্লাবের উদ্যোগে ও এনতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বক্তব্য রাখেন পাইকগাছা প্রেসক্লাবের সাবেক সভাপতি গাজী সালাম, মেছের আলী সানা, গোলাম ফারুক বুলু, শেখ আলাউদ্দিন, খোরশেদ আলম, শাপলা ক্লাবের সভাপতি বাবলু, সাধারণ সম্পাদক শাহিনুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় পৌরসভার প্রতিষ্ঠার জন্য বর্তমান সরকার ও প্রতিষ্ঠাতা স্থানীয় সংসদ সদস্য এ্যাড. শেখ মোঃ নূরুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মেয়র সেলিম জাহাঙ্গীর আগামী নির্বাচনে ভোট প্রদানের জন্য পৌরবাসীর প্রতি আহবান জানান। উপস্থিত শত শত এলাকাবাসী পুনঃরায় সেলিম জাহাঙ্গীরকে মেয়র নির্বাচিত করার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা খুলনা
(0)