দিবসটি উপলক্ষে বুধবার প্রত্যুষে স্মৃতিসৌধে স্থানীয় সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হকের পক্ষে, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, থানা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ, বিএনপি, কমিউনিষ্ট পার্টি, পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান কলেজ, সরকারী উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিনিয়র মাদ্রাসা, আইনজীবী সমিতি, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি, ষোলআনা সমিতি, পোনা সমিতি, যুবলীগ, কৃষকলীগ, পৌর ছাত্রলীগ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষথেকে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে গজালিয়া এলাকাবাসীর উদ্যোগে উদয়ন সংঘ শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করা হয়। সকাল ৮টায় পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠানে পুলিশ, আনসার, স্কাউটস্ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শরীরচর্চা ও ডিসপ্লে প্রদর্শন করেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলানায়তনে শিশুদের মধ্যে রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, ১১টায় বীব মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, বিকাল ৩টায় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মহিলাদের ক্রীড়া অনুষ্ঠান, ৪টায় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন বনাম পৌর পরিষদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ ও গজালিয়া বনাম লক্ষ্মীখোলা একাদশের মধ্যে ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা ও পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সবশেষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবির উদ্দীনের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি আশরাফ হোসেন, ওসি (তদন্ত) আলমগীর কবির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, আ’লীগ নেতা গাজী মোহাম্মদ আলী, শেখ মনিরুল ইসলাম, আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, রমেন্দ্র্র নাথ সরকার, প্রধান শিক্ষক অপু মন্ডল, সুরাইয়া বানু, উপজেলা চেয়ারম্যান পত্নী শাহিনা বাবর, ওসি পত্নী রোমানা আফরোজ, গাজী রফিকুল ইসলাম, সুবোল চন্দ্র মন্ডল, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন, এ্যাডঃ শফিকুল ইসলাম কচি, জিএম আজহারুল ইসলাম, প্রভাষক ময়নুল ইসলাম, রেবা আক্তার কুসুম, শোভা রায় ও বজলুর রহমান।
-মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(6)