প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার সোলাদানা ইউনিয়নের পারিশামারী গ্রামের পুলিন কৃষ্ণ সানার ছেলে দিপংকর সানাগংরা খালিয়া মৌজায় এসএ ১৯ খতিয়ানের বিভিন্ন দাগে ০.৭২ একর সম্পত্তির একর সম্পত্তির উপর বসতবাড়ী নির্মাণ করে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছে। উক্ত সম্পত্তির উপর দিয়ে যাতায়াতের একমাত্র পথ প্রতিবেশি প্রতিপক্ষ মৃত ভূষন চন্দ্র সানার পুত্র এবং পুত্রবধুরা ছেলে জগদিশ সানা, দুলাল সানা, হরিপদ সানা, বিধান চন্দ্র সানা, অলোক সানা, বাপ্পি সানা, সুমতি সানা, অরুনা সানা, শিউলি সানা ও ভক্তি সানাসহ তাদের লোকজন বন্ধ করে দিলে দু’পক্ষের বিরোধ দেখা দেয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা গত মঙ্গলবার দিপংকর গংদের বসতবাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর ও ব্যাপক ক্ষতিসাধন করে। বর্তমানে জগদীশ সানা গংরা বিভিণœ হুমকি প্রদান করায় দিপংকরগংদের পরিবারের লোকজন নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
//মোঃ আব্দুল আজিজ, পাইকগাছা, খুলনা
(0)